মহেশপুরে ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

দেলোয়ার এলাকার কুখ্যাত মাদক কারবারি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

আব্দুস সেলিম, মহেশপুর (ঝিনাইদহ)

Location :

Jhenaidah
ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটকরা
ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটকরা |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুরে মাদক কারবারির আস্তানায় অভিযান চালিয়ে ১২০০ পিচ ইয়াবা টেবলেট, ইয়াবা বিক্রির আট লাখ চার হাজার ৮৭০ টাকা, তিনটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) ভোর রাতে যুগিহুদা গ্রামের মাদক ব্যবসায়ী দেলোয়ারের বাড়ি এ ঘটনা ঘটে।

আটকরা হলেন যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম (৩৭), ছেলে লিমন হাসান (২৩) ও জলিলপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান জিসান (২৫)।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলী বেগম, ছেলে লিমন হাসান ও জলিলপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী মেহেদী হাসান জিসানকে আটক করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে যুগিহুদা গ্রামের দেলোয়ারের বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে। এ সময় ১২০০ পিচ ইয়াবা টেবলেট, ইয়াবা বিক্রির আট লাখ চার হাজার ৮৭০ টাকা, তিনটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।