কলারোয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নিহত হাসান আলী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
নিহত হাসান আলী
নিহত হাসান আলী |নয়া দিগন্ত

সাতক্ষীরার কলারোয়ায় হাসান আলী (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইটের ভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসান আলী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ শুক্রবার সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার লাশ পাওয়া গেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয়ে কিছু ব্যক্তি হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনিব্যবস্থা নেয়া হবে।