গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবির সতর্ক পাহারায় আবারো ব্যর্থ হয়েছে অস্ত্র চোরাকারবারীদের একটি বড় প্রচেষ্টা। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাতে সিলেটের পান্থুমাই এলাকায় ৪৮ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে একটি ভারতীয় এয়ারগান জব্দ করতে সক্ষম হয়।
সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে পান্থুমাই এলাকার একটি সবজি ক্ষেতে মাটির নিচে অভিনব কায়দায় অস্ত্রটি লুকিয়ে রাখা হয়েছিল। চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে অস্ত্রটি এনে নিরাপদ মনে করে সেখানে রাখে যাতে সুবিধামতো সময়ে অন্য চক্রের কাছে হস্তান্তর করা যায়। তবে বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
এর আগে গত ১৯ ডিসেম্বর একই এলাকা থেকে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ২৫টি ভারতীয় এয়ার রাইফেলের স্প্রিং জব্দ করা হয়েছিল যা সীমান্তে চোরাকারবারীদের সক্রিয়তার ইঙ্গিত দেয়।
অভিযানের বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে অপরাধ দমনে বিজিবি সর্বদা আপসহীন এবং আমাদের জওয়ানরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। এই দেশের পবিত্র মাটি ব্যবহার করে কেউ যেন অস্ত্র বা মাদকের বিস্তার ঘটাতে না পারে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সে বিষয়ে আমরা ইস্পাতকঠিন প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো অশুভ তৎপরতা নস্যাৎ করতে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।



