রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের নবিয়ালের ছেলে এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। কিন্তু এ বিষয়ে কেউ মামলা করেনি।’
স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে করে বেরুলী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।