ফেনীর সোনাগাজীতে মনোরঞ্জন দাস নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে চরদরবেশ ইউনিয়নের সাহেবের ঘাট ব্রিজের পশ্চিম পাশের ভূইয়ার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মনোরঞ্জন চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কলা বাগান এলাকার বোট বাড়ির জোবেন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে গলা কাটা লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে সোনাগাজী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সোনাগাজী-কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চালক ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন। ছিনতাই করতে না পেরে তাকে হত্যা করতে পারে।



