বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হবে : হাফিজ উদ্দিন

হাসিনার আমলে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় গিয়ে গত ১৭ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের ভাগ্য গড়তেই তারা ব্যস্ত ছিল।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
নির্বাচনী জনসভায় মেজর হাফিজ
নির্বাচনী জনসভায় মেজর হাফিজ |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে বিদেশে পাচার করা সব অর্থ ফেরত আনা হবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ৬ নম্বর ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, ‘হাসিনার আমলে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় গিয়ে গত ১৭ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের ভাগ্য গড়তেই তারা ব্যস্ত ছিল।’

তিনি অভিযোগ করেন, ‘এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে গুম ও হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্র তৈরি করে গভীর রাতে নদীর পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।’

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে ৩১০টি বাড়ি করেছেন। বিদেশে পাচার করা অবৈধ অর্থ ফেরত আনতে তিনি ইতোমধ্যে ড. ইউনূসের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছেন।’

জনসমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘ইসলামের নামে যেন কেউ কাউকে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। লালমোহন ও তজুমদ্দিন এলাকায় কোনো ধরনের অপকর্ম হতে দেয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনারা আমার কাছ থেকে জবাবদিহিতা বুঝে নেবেন। আমি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবো।’

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেত্রী ভারতে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আওয়ামী লীগের উচিত ভারতের প্রতিটি রাজ্যে অফিস খোলা এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করে সেখানে অবস্থান করা।’

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।