আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয় আসনে ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারোয়ার আলম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে শেষ দিনে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন সিলেট-১ আসনের এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনের গণ অধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতে ইসলামীর মো: আব্দুল হান্নান; সিলেট-৩ আসনের খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর মাওলানা লোকমান আহমেদ ও এনসিপির ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ; সিলেট-৪ আসনের খেলাফত মজলিসের আলী হাসান উসামা ও এনসিপির মো: রাশেদ উল আলম; সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী।



