ফরিদপুরের নগরকান্দা ও সালথায় ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের হল রুমে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ রিংকু। এ সময় তিনি বলেন, শিক্ষিত জাতি গড়তে হলে শিক্ষার বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রতিবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে।
এ বছর ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত দুই উপজেলার ৫২ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
তাদের মধ্যে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নের শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত ছিলো।
নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমানের উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, গোলজার শরীফ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন, তালুকদার মোরাদ হোসেন, হাফিজুর রহমান, একে আজাদ তালুকদার, মাহামুদুল হাসান বাবু, ছাত্রদলের নেতৃবৃন্দ, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



