সিলেটে শর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে অপপ্রচার

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ অপপ্রচার।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শর্ট-সার্কিটে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে
শর্ট-সার্কিটে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে |নয়া দিগন্ত

সাম্প্রতিক সময়ে সিলেটের গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তির দূর করতে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরেছে সিলেট জেলা পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ অপপ্রচার।

শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার।

তিনি জানান, প্রকৃতপক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৭ নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে পরলোকগত বীরেন্দ্র কুমার দেবের ছেলে বিকাশ রঞ্জন দেবের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতোমধ্যে ভিকটিমের পরিবারের সাথে থানা পুলিশ যোগাযোগ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে শর্ট-সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগুন লাগার বিষয়ে ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই উক্ত বিষয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট জেলা পুলিশ।