‘ভোট পবিত্র আমানত’ উল্লেখ করে মোরেলগঞ্জ উপজেলা জামায়াত আমির মাওলানা শাহাদাৎ হোসাইন বলেছেন, ‘ভোট একটি গণতান্ত্রিক অধিকার, যাকে খুশি তাকে ভোট দিবেন।’
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় তেতুলবাড়ীয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী অফিস উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সকল ভোটার ও নেতাকর্মীদেরকে সতর্ক করে মাওলানা শাহাদাৎ হোসাইন বলেন, ‘আমাদের যারা ভোট দিবেন না তারাও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। তবে কারো কোনো হুমকি ধমকিকে পরোয়া করবেন না ‘
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা মহিব্বুল্লা রফিক, মাস্টার কাওসার হোসাইন, শিবির নেতা মো: কাওসার হোসেন, প্রমুখ।



