ঈশ্বরগঞ্জে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ
ঈশ্বরগঞ্জে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ |ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, পৌর সভাপতি আব্দুল্লাহ সুমন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরর উপজেলা সভাপতি শিহাবুল সেক্রেটারি ইসলাম শিহাব উদ্দিনসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।