ওসমানী এয়ারপোর্টে প্রতারককে মোবাইল কোর্টের কারাদণ্ড

অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লোডার পরিচয়ে যাত্রীর লাগেজ টানাটানির ঘটনায় এক প্রতারককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওসমানী বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: এমদাদুল হক শরীফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই দণ্ড প্রদান করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীদের অনুমতি ব্যতীত নিজেকে লোডার পরিচয় দিয়ে লাগেজ টানাটানি করা এবং জোরপূর্বক গাড়িতে লাগেজ তুলে দিয়ে অন্যায্য অর্থ দাবি করার অপরাধে তাকে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তার নাম সুজন মিয়া (২৯)। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর সত্যতা নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: এমদাদুল হক শরীফ দৈনিক নয়া দিগন্তকে বলেন, কারাদণ্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিমানবন্দরের যাত্রী সেবার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।