রূপগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

শফিকুল আলম ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

Location :

Narayanganj
নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (৩০ আগস্ট) উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোডের মারকাসুল মসজিদের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআই’র বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক লাশের পরিচয় জানার চেষ্টা করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।