কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। একইসাথে মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা। এখন চলছে সেসবের গণনার কাজ।
শনিবার (১২ এপ্রিল) সকালে চার মাস ১৩ দিন পর খোলা হলো মসজিদের ১১টি দানবাক্স ও একটি লোহার ট্রাঙ্ক।
এ টাকা-পয়সা গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি সমন্বিত দল। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা, মাদরাসার ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, নিয়ম অনুযায়ী এবারো নির্দিষ্ট সময় পরে দানবাক্স খোলা হয়েছে। জনগণের এই অকুণ্ঠ দান আমাদের চমকে দেয়, ভাবায় এবং অনুপ্রাণিতও করে।
উল্লেখ্য, গতবার ২০২৩ সালের ৩০ নভেম্বর খোলা দানবাক্সে পাওয়া গিয়েছিল ২৯ বস্তা টাকা। গণনা শেষে রেকর্ড সৃষ্টি করে সেই দান- ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা।