মো: ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর)
ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমাণ নকল কীটনাশক, ছত্রাক নাশক, নকল সার ও ভেজাল ভিটামিন ওষুধসহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নকল প্যাকেটে কীট ও ছত্রাক নাশক প্যাকেজিং করার মালামাল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দাউদ মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দাউদ মোল্লাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের উত্তর বাগাট গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বনামধন্য কোম্পানীর প্যাকেটে নকল কীট ও ছত্রাক নাশক, নকল খালি প্যাকেট এবং প্যাকেজিং করার মেশিন জব্দ ও জরিমানা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময়সহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল বলেন, আমি জানতে পারি বাগাট ইউনিয়নের উত্তর বাগাট গ্রামে একটি নকল সার ও কীটনাশক, ভিটামিন ভেজাল ওষুধ প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে, এটা সাধারণ কৃষকদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। সরেজমিনে এসে বিষয়টির সত্যতা নিশ্চিত করি এবং অপরাধীকে হাতে নাতে ধরতে সক্ষম হই।
তিনি জানান, ২০০৯ এর (৪৩) নং ধারা অনুযায়ী আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী বলেন, আমি এই তথ্য পেয়েছি।



