লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎ ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিস্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রিডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন
লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

দ্বীপ জেলা ভোলার লালমোহনে নাগরিক সেবা সুরক্ষা কমিটির উদ্যোগে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- লালমোহন নাগরিক সেবা সুরক্ষা কমিটির আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শফিক কন্টেকটার, সাংবাদিক ও ব্যবসায়ী জসিম জনি, সাংবাদিক আজিম উদ্দিন খান, শিক্ষক ও সাংবাদিক মাহাবুব আলম, শ্রমিক দলের সভাপতি ফোরকান প্রমূখ।

বক্তারা বলেন, লালমোহনে পল্লী বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এছাড়া পল্লী বিদ্যুতের বেশ কিছু খামখেয়ালীপনা সিদ্ধান্ত আমাদের ওপরে চাপিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- ডিমান্ড চার্জ, পিএফ সারচার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এসব অনিয়মের নিন্দা ও দ্রুত বন্ধ করার দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎ ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিস্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রিডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে।

মানববন্ধনে বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, আজকের পর থেকে যদি পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে লালমোহন পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে পিডিবির জন্য দুর্বার আন্দোলন করা হবে।