হাদি হত্যাকারীদের বিচারসহ ৪ দফা দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ

‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত করতে হবে। প্রকৃত খুনিদেরই যেন বিচার হয় সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নতুন করে কোনো আধিপত্যবাদকে জায়গা দেয়া হবে না। হাদি ভাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়ে যাব।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
হাদি হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালিত হয়েছে
হাদি হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালিত হয়েছে |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে ফেনীতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কর্মসূচি শুরু হয়ে রাতে শেষ হয়। মার্চকারীরা পিকআপ ভ্যানে করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল মোড়, রেল গেইট, মাস্টারপাড়া মোড়, লালপোল ও মহিপাল হয়ে পুনরায় ট্রাংক রোডে এসে শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক ওসমান গণি রাসেল, ইনকিলাব মঞ্চের ফেনীর প্রতিনিধি মাহফুজুর রহমান, এনসিপির ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রাজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নাদের চৌধুরী, জুলাইযোদ্ধা ইকরাম মাসুদ খান পারভেজ, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন ও ছাত্রশক্তির সংগঠক সৌরভ হোসেন শাকিল প্রমুখ।

বক্তব্যে ওসমান গণি রাসেল বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত করতে হবে। প্রকৃত খুনিদেরই যেন বিচার হয় সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নতুন করে কোনো আধিপত্যবাদকে জায়গা দেয়া হবে না। আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের জনগণ সোচ্চার। হাদি ভাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়ে যাব।’