‘রোকেয়ার আদর্শ ও কর্ম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে’

’নারী মুক্তির পথ এখনো সহজ নয়, রোকেয়া সাখাওয়াতের আদর্শ ও কর্ম বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমেই এ বন্ধুর পথ পাড়ি দিতে হবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
নারী সমাবেশ
নারী সমাবেশ |নয়া দিগন্ত

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা: ফাওজিয়া মোসলেম বলেছেন, ’নারী মুক্তির পথ এখনো সহজ নয়, রোকেয়া সাখাওয়াতের আদর্শ ও কর্ম বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমেই এ বন্ধুর পথ পাড়ি দিতে হবে।’

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার জন্ম ভিটার স্মৃতি কেন্দ্র মিলনায়তনে জেলা মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা: ফাওজিয়া মোসলেম বলেন, ‘বেগম রোকেয়াকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মন্তব্য অগ্রহণযোগ্য ও জাগরিত নারী সমাজকে ভয় পাওয়ার শামিল। রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে রোকেয়া সাখাওয়াতের স্বপ্ন সফল হবে না।’

জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমানা জামানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসেলম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, সারাবান তহুরা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ড. নাসিম আক্তার, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক খাদিমুল সরদার ও বাংলা বিভাগের শিক্ষক নাসরিন আক্তার তুলি প্রমুখ।