শামুক কুড়াতে গিয়ে চেঙ্গী নদীতে ডুবে তরুণী ও কিশোরীর মৃত্যু

শুক্রবার সকালে সদরের ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রতীকী ছবি

খাগড়াছড়ি সদরে চেঙ্গী নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক তরুণী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে সদরের ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে রিয়া চাকমা (২০) ও বিদেশী চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৪)।

স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে শামুক খুঁজতে যায় পাঁচজন। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে চেঙ্গী নদীতে পড়ে যায় রিয়া চাকমা। পরে তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয় পিয়াসি চাকমা। এ সময় নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়। পরে সাথে থাকা অন্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালানো এক ঘণ্টা পর দু’জনের লাশ উদ্ধার করা হয়।

ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দাস ঘটনার সততা নিশ্চিত করে জানান, স্থানীয় ও পুলিশের সহযোগিতায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।