নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খসড়া মনোনয়নে বিএনপির উপজেলা সভাপতি আইনজীবী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তন ও রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়েছে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী
নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খসড়া মনোনয়নে বিএনপির উপজেলা সভাপতি আইনজীবী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তন ও রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত ছিলেন ৭ মনোনয়ন প্রত্যাশী। জনসমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভুঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তরা বলেন, ধৈর্য ধরেন অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তন হবে চূড়ান্ত মনোনয়নে আমাদের হাসি ফুটবে ইনশাল্লাহ। সবাই ধানের শীষের চুড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা সবাই কাজ করবো।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জেলা বিএনপির সদস্য হযরত আলী। বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে হুশিয়ারি করে বক্তরা বলেন, আপনি আক্রমণমূলক বক্তব্য পরিহার করুন।