মানিকগঞ্জে ১১২ টাকায় ডিসি অফিসে চাকরি পেলেন ২২ জন

চাকরি পাওয়া জুলহাস বিশ্বাস জানান, তদবির ছাড়া সরকারি চাকরি পাওয়ার অভিজ্ঞতা আমার জন্য এক দারুন অর্জন। স্বচ্ছ এ প্রক্রিয়া সরকারি নিয়োগ ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj Sadar
মানিকগঞ্জে ১১২ টাকায় ডিসি অফিসে চাকরি পেলেন ২২ জন
মানিকগঞ্জে ১১২ টাকায় ডিসি অফিসে চাকরি পেলেন ২২ জন |নয়া দিগন্ত

শতভাগ স্বচ্ছ, প্রভাবমুক্ত ও তদবির বিহীন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২২ জন চাকরি পেয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। মাত্র ১১২ টাকা আবেদন ফি বাবদ খরচে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, চাকরির জন্য অনলাইনে মোট আবেদন জমা পড়েছিল ৩৬৮৩টি এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৯৭জন প্রার্থী। শুক্রবার (১৬ মে) তাদের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়।’

তিনি আরো জানান, প্রার্থীদের দক্ষতার যাচাই করে চূড়ান্তভাবে ২২ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

মানোয়ার হোসেন মোল্লা আরো বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ তদবির বিহীন, প্রভাব মুক্ত ও স্বচ্ছ। আবেদনকারীদের মেধা ও যোগ্যতা যাচাই করে শতভাগ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে। এ ধরনের নিয়োগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, তেমনি প্রশাসনের প্রতি মানুষের আস্থাও বাড়বে।’

তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবের পর দেশে আর কেউ কোনো দুর্নীতি দেখতে চায় না। আমার যদি সত্যিকারেই দেশকে ভালোবাসি তাহলে নতুন ভাবনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। একমাত্র দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারলেই এ দেশ বিশ্ব বিখ্যাত হয়ে ওঠবে।’

নিয়োগ প্রাপ্তদের মধ্যে রয়েছে অফিস সহায়ক পদে নয়জন, নিরাপত্তা প্রহরী পদে আটজন, পরিচ্ছন্নতা কর্মী পদে চারজন এবং সহকারী বাবুর্চি পদে একজন।

চাকরি পাওয়া জুলহাস বিশ্বাস জানান, তদবির ছাড়া সরকারি চাকরি পাওয়ার অভিজ্ঞতা আমার জন্য এক দারুন অর্জন। স্বচ্ছ এ প্রক্রিয়া সরকারি নিয়োগ ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।