ধামরাইয়ে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান হাবিবকে পুলিশ গ্রেফতার করেছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ
ধামরাইয়ে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার হাবিবকে আদালতে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার দুপুরের তাকে ধামরাই পৌর শহরের ইসলামপুর-নয়ারহাট বংশী সেতুর উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিব ধামরাই পৌর শহরের মোকামতলা মহল্লার বাসিন্দা মোহাম্মদ লাবু খানের ছেলে এবং ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরো ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা হাবিবকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার হাবিবকে আদালতে পাঠানো হবে।