টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া আবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে কাঠ ব্যবসায়ী ফরহাদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে পেছন থেকে সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় ফরহাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মতিয়ার পালিয়ে যান। পরে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তার লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়রা জানায়, মতিয়ার এলাকায় মাদককারবারি করেন। তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে পারেন না।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনার কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।