আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর তালিকায় ৯ম স্থানে বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
নয়া দিগন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯ম বলে জানানো হয়।

সোমবার (৮ ডিসেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের সহযোগিতায় এবং রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ছাত্রকল্যাণ দফতরের সহকারী পরিচালক মো: আবু ইসমাইল সিদ্দিকী।

এডুকেশন ইউএসএ ও রাজশাহীতে অবস্থিত আমেরিকান কর্নারের প্রতিনিধিরা সেমিনারে প্রেজেন্টেশন প্রদর্শন ও তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। সেমিনারে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যোগ্যতা, ভিসার আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হয়।

এ সময় জানানো হয়, ২০ হাজার ১৫৬ জন বাংলাদেশী আমেরিকায় উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন।

দি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) দেয়া তথ্য মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯ম।

এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্নারের প্রতিনিধিরা রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মো: আবু ইসমাইল সিদ্দিকী উপস্থিত ছিলেন।