কক্সবাজার ১ ও ২ আসনের যাচাই-বাছাই সম্পন্ন

জামায়াতের হামিদুর রহমান আযাদ সহ ৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের দুটি আসন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া এবং কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
এইচ এম হামিদুর রহমান আযাদ
এইচ এম হামিদুর রহমান আযাদ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের দুটি আসন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া এবং কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই কালে জামায়াতের হেভিওয়েট প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

যাচাই-বাছাইয়ের সময় কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান যাচাই-বাছাই শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিনি জানান ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যার মধ্যে গোলাম মাওলা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে কক্সবাজার-১ আসনে যাচাই বাছাই শেষে মনোনয়ন জমা দেয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক,গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের এই ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

মনোনয়ন পত্রে অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং অফিসার মো: আব্দুল মান্নান।