পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন রুখে দিলো বিজিবি ও স্থানীয়রা

ধবলসতী বিজিবি ক্যাম্পের সদস্যরা এলাকার লোকজনের সহায়তায় প্রতিরোধ সৃষ্টি করলে বিএসএফ পিছু হটে। এঘটনায় এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় এক নাগরিককে বাংলাদেশে পুশ ইনের (ঠেলে দেয়া) চেষ্টা প্রতিহত করে দিয়েছে বিজিবি ও এলাকার লোকজন।

সোমবার (২৬ মে) দুপরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর জিবনাল সীমান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ ভারতীয় এক যুবককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে। খবর পেয়ে ধবলসতী বিজিবি ক্যাম্পের সদস্যরা এলাকার লোকজনের সহায়তায় প্রতিরোধ সৃষ্টি করলে বিএসএফ পিছু হটে। এঘটনায় এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বিজিবি ও এলাকার সাধারণ লোকজনের তৎপরতায় বিএসএফ ঘটনাস্থল থেকে চলে গেলেও ওই লোকটিকে সীমান্তে ফেলে রেখেছে।

এলাকার লোকজন জানায়, তারা বিজিবির সহায়তায় বিএসএফের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম আল-দ্বীন রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ বিজিবির কাছে দাবি করেছে যে ওই লোকটি বাংলাদেশী। তাকে নাকি পিটিয়ে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু এর স্বপক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। বিএসএফ লোকটিকে সীমান্ত থেকে ৫০/৬০ গজ ভারতের অভ্যন্তরে ফেলে রেখে চলে গেছে। তবে বিজিবি সেখানে সাবক্ষণিক টহলে রয়েছে।