বোয়ালখালী থেকে আবারো বার্মিজ অজগর উদ্ধার

অজগরটি প্রায় ১১ ফুট লম্বা ও আনুমানিক ১২ কেজি ওজনের। একটি বিলে মাছ ধরার ফাঁদে আটকে যায় সাপটি।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
বার্মিজ অজগর উদ্ধার
বার্মিজ অজগর উদ্ধার |নয়া দিগন্ত

মাত্র সাত দিনের ব্যবধানে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে আরো একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। অজগরটি প্রায় ১১ ফুট লম্বা ও আনুমানিক ১২ কেজি ওজনের।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের একটি বিলে মাছ ধরার ফাঁদে আটকে যায় সাপটি।

জানা যায়, এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে চারটি বার্মিজ অজগর উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়। বার্মিজ অজগরটি উদ্ধার করেন স্নেক রেসকিউ টিমের সদস্য স্নেক আমির হোসাইন শাওন।

তিনি বলেন, ‘প্রকৃতির মূল্যবান সব ধরনের প্রাণীই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই আমাদের সাপসহ বন্যপ্রাণী হত্যার পরিবর্তে তাদের নিরাপদে বাঁচতে সহায়তা করা দরকার।’

তিনি জানান, উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

Topics