ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর এনসিপির বিক্ষোভ

জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার দায় সরকারের ও নির্বাচন কমিশনের। হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। কিছুদিন আগে তাকে মামলায় জামিন দেয়া হয়েছে। অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা এনসিপি।

এ সময় হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি।

পরে মিছিলটি সোনালী ব্যাংক মোর, জীবন বীমা মোর, জাহাজ কোম্পানি মোর, পায়রা চত্বর, সুপারমার্কেট মোর, নগর ভবন হয়ে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।

এতে জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্র-শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র জনতা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপি আহ্বায়ক মো: আল মামুন, মহানগর আহ্বায়ক মাহবুবুল হাসান চঞ্চল, মহানগর সদস্য সচিব আবদুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, জেলা যুগ্ম আহ্বায়ক তাকিয়া জাহান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, সাংগঠনিক সম্পাদক এম আই সুমন, মহানগর সাংগঠনিক সম্পাদক এম আলমগীর কবির, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার দায় সরকারের ও নির্বাচন কমিশনের। হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। কিছুদিন আগে তাকে মামলায় জামিন দেয়া হয়েছে। এসব বিষয় খুবই উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে।