খুলনায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

মঙ্গলবার বিকেলে নগরীর বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) এ মানববন্ধন শুরু হয়।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন
খুলনা মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন |নয়া দিগন্ত

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মানবব্ন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) এ মানববন্ধন শুরু হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতের খুলনা মহানগরী আমির ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন খুলনা মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মিম মিরাজ হোসাইন, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, আ স ম মামুন শাহীন, মুকাররম বিল্লাহ আনসারী, মাওলানা শেখ মো: অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম প্রমুখ।