নীলফামারীর কিশোরগঞ্জে রাইস কুকার বিস্ফোরণে রেনুফা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রেনুফা বেগম পুটিমারী ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর দোলাপাড়া গ্রামের আনিছার রহমানের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাইস কুকারে চাল দিয়ে পরিবারের অন্য কাজ শেষে রেনুফা বেগম ভাত হয়েছে কিনা দেখতে কুকারে হাত দেন। এসময় রাইস কুকার বিস্ফোরিত হলে তিনি চিৎকার দেন। পরিবারের লোকজন এসে মেইনসুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে। পরে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।