নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শতভাগ নতুন বই পৌঁছে গেছে। এতে জানুয়ারির প্রথম দিনেই উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বিভাগ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৮২টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বইয়ের চাহিদা ছিল ৭৫ হাজার ৩৭৬ কপি। ইতোমধ্যে সব বই এসে পৌঁছেছে। গতবার যেসব শিক্ষার্থী বছরের শুরুতে বই সঙ্কটে পড়েছিল, এবার তাদের সেই দুর্ভোগ থাকছে না।
তবে, মাধ্যমিক পর্যায়ে ঠিক এর বিপরীত চিত্র। ৪৫টি স্কুল ও ১৯টি মাদরাসাসহ মোট ৭৬টি প্রতিষ্ঠানের জন্য বইয়ের চাহিদা ছিল এক লাখ ৯৯ হাজার ১৫০ কপি। এর বিপরীতে উপজেলা শিক্ষা অফিস এখন পর্যন্ত পেয়েছে মাত্র ৮২ হাজার ৯৮০ কপি, যা চাহিদার অর্ধেকেরও কম।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বই জেলা অফিস থেকে সরবরাহ হওয়ায় তাদের আলাদা হিসাব উপজেলা পর্যায়ে নেই।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বই নিতে ভিড় জমিয়েছেন। কেউ কাঁধে বস্তা তুলে বই নিয়ে যাচ্ছেন, কেউ আবার গাড়িতে করে স্কুলে ফিরছেন।
বাগলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিন বলেন, ‘এবার শতভাগ বই পাওয়া গেছে। ১ জানুয়ারিতেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারব। শিশুরা খুব খুশি হবে।’
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের এক মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান জানান, ‘সব বই এখনো আসেনি। যতটুকু দেয়া হচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি। আশা করছি, বাকি বই দ্রুত আসবে।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দুলাল আলম বলেন, ‘চাহিদার তুলনায় অর্ধেক বই পেয়েছি। প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে বই দেয়া হবে। তবে বাকি বই কবে পাওয়া যাবে, সেটি এখনই বলা যাচ্ছে না।’



