কুমিল্লার চান্দিনায় অজ্ঞাতনামা বাস চাপায় পিয়াল (২৪) নামের এক লাইনম্যান নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াল চান্দিনা উপজেল মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্টেশনে বাসের লাইনম্যানের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা কাদের জানান, সকালে প্রতিদিনের মতো বাসস্টেশনে লাইনম্যানের কাজ করছিলেন পিয়াল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্টেশনের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার লাশ নিয়ে যান। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।



