বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তাসনুভা আলম বলেন, ‘হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।’
এ ঘটনায় শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক মো: বেল্লাল হোসেন মিলন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।



