দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, রোববার নির্বাচনী মহাসমাবেশ

চট্টগ্রামে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার কিছু পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম বিমানবন্দরে তারেক রহমান
চট্টগ্রাম বিমানবন্দরে তারেক রহমান |নয়া দিগন্ত

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার কিছু পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।

tareq
তারেক রহমানের সাথে সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যরা | নয়া দিগন্ত

চট্টগ্রাম পৌঁছেই নির্ধারিত বুলেটপ্রুফ বাসে চড়ে হোটেল রেডিসনের উদ্দেশে রওয়ানা দেন। দীর্ঘ প্রায় দু’ দশকের বেশি সময় পর তিনি চট্টগ্রামে এলেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরী ও জেলার এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের কমতি নেই।

Tareq ctg
চট্টগ্রাম পৌঁছেই নির্ধারিত বুলেটপ্রুফ বাসে চড়ে হোটেল রেডিসনের উদ্দেশে রওয়ানা দেন তারেক রহমান | নয়া দিগন্ত

পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশকে ঘিরে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ বিশিষ্ট এ মঞ্চ নির্মাণ কাজ তদারকি করেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা: শাহাদাত হোসেন।

দলীয় চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে পুরো চট্টগ্রামজুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। নগরীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো বন্দর নগরী বিশেষত কাজিরদেউরী ও টাইগারপাস এলাকা।

সিএমপি সূত্র জানিয়েছে, মহাসমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে সিএমপি। সমাবেশস্থলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়াসহ সব প্রস্তুতিমূলক বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিটিং সম্পন্ন হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর দু’ হাজার সদস্য মোতায়ন থাকবে বলে সিএমপি সূত্র জানিয়েছে। ইতোমধ্যে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পলোগ্রাউন্ডের মহাসমাবেশের পাশাপাশি রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সাথে ‘পলিসি ডায়ালগ’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

চট্টগ্রামে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

এদিকে, পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২৩ জানুয়ারি রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবেন না। একইসাথে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো বস্তু প্রদর্শন, প্ল্যাকার্ড বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া জনসমাবেশ এলাকায় ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’ এর ধারা ৯ ও ১৩ অনুযায়ী অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বিএনপি নেতাদের মাঠ পরিদর্শন

এদিকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রোববার অনুষ্ঠেয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশকে সফল করতে সমস্ত কার্যক্রম সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা: শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে মহাসমাবেশকে সফল করতে গৃহীত প্রস্তুতি কার্যক্রম তদারকির অংশ হিসেবে পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

পরিদর্শনকালে মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চললেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বরাবরের মতোই গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, রোববারের মহাসমাবেশ সেই ধারাবাহিকতারই অংশ।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে মহাসমাবেশ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন, এ প্রত্যাশা ব্যক্ত করে মেয়র সবাইকে সমাবেশে উপস্থিত হয়ে গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান দৃঢ় করার আহ্বান জানান।

মেয়র আরো বলেন, মহাসমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সেই বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নাগরিক ভোগান্তি এড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিএনপি নেতাকর্মীরা।