নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
একই সাথে সংঠনটির পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অঞ্জনা খান মজলিশকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো ভবনে এ শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: সোহরাব হোসেন লাইজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের অন্তর্ভুক্ত ১৬ জেলার নেতাকর্মী এবং রাজশাহীতে কর্মরত নেসকোর সকল ডিভিশনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত এমডি মশিউর রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, নেসকোর সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায় মশিউর রহমান ইতিবাচক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা আমাদের।
পাশাপাশি বিদায়ী এমডি অঞ্জনা খান মজলিশের দায়িত্বকালীন সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিট এলাকায় আয়োজিত জনসমাবেশে যোগদান এবং তাকে সংবর্ধনা জানানোর বিষয়ে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।



