মির্জাগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং বাজারে দোকান ভাঙচুর ও এক প্রবাসীর নিকট চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Location :

Patuakhali
গ্রেফতার আওয়ামী লীগ নেতা শামীম মৃধা
গ্রেফতার আওয়ামী লীগ নেতা শামীম মৃধা |নয়া দিগন্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শামীম মৃধাকে (৫০) অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো: শামীম মৃধা মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বরিশাল কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং বাজারে দোকান ভাঙচুর ও এক প্রবাসীর নিকট চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।