লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজু গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নোয়াখালী থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক শহরের এলজিইডি কার্যালয়ের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
নিহত আফরিন এলজিইডি সংলগ্ন এলাকার মো: আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক শহরের এলজিইডি কার্যালয়ের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ডাম্প ট্রাকটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



