আলগীতে হঠাৎ বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ

সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের আলগী এলাকায় আন্দোলনকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
আলগীতে হঠাৎ বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ
আলগীতে হঠাৎ বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ |নয়া দিগন্ত

আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা অবরোধ কর্মসূচি সকাল থেকে তেমন কোনো প্রভাব না ফেললেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের আলগী এলাকায় আন্দোলনকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর ফলে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে।