গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা

জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয় সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল
গাজীপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল |নয়া দিগন্ত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয় সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি জি এস আরিফ হোসেন হাওলাদার।

একই কর্মসূচি বিকেলে নগরের শিববাড়ি এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এছাড়াও গাজীপুর বাস স্ট্যান্ড এলাকায় মহানগর বিএনপি নেতা এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

অপরদিকে বিকেলে গাজীপুর উপজেলার আমতলী বাজারেও বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।