ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরাধী মামলার রায়ের তারিখ নির্ধারনের দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে পদ্মাসেতু দক্ষিণ প্রান্তে ঝটিকা মিছিল ও একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় মিছিলকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝটিকা মিছিল শেষে সড়ক থেকে পালিয়ে যায় দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। এরপর সকাল ৮টা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ছাত্রলীগের ফেসবুক ভেরিভাইড পেইজে আপলোড করা ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘একটি ট্রাকে দুস্কৃতকারীরা অগ্নিসংযোগ এবং মিছিল করেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এতে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকলেও সকাল ৮টা থেকে যানচলাচল স্বাভাবিক আছে। আমরা সবধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠে কাজ করছি।’



