মোহনগঞ্জ পৌরসভার বিগ বাজেট ঘোষণা

কোনোরকম করারোপ ছাড়াই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
মোহনগঞ্জ পৌরসভার বিগ বাজেট ঘোষণা
মোহনগঞ্জ পৌরসভার বিগ বাজেট ঘোষণা |নয়া দিগন্ত

মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বিগ বাজেট ঘোষণা করা হয়েছে। কোনোরকম করারোপ ছাড়াই ১৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭৬৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়। এতে ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসেবও উপস্থাপন করা হয়।

বাজেট ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম, ওসি মো: আমিনুল ইসলাম, সাবেক মেয়র মাহবুবু নবী শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজ, পৌর প্রকৌশলী সাইফুল আমিন, স্থানীয় সাংবাদিক, পৌরসভায় কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।