ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ট্রাক উল্টে পুকুরে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের উত্তর পাশে মহা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী(৩৫) ও শরীয়তপুর জেলার পালং থানার চরদংশা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩০)।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে আনিরুল, আনিশা, নাসিমা, শারমিন, রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকে থাকা আহত আমির হোসেন বলেন, ‘মুন্সীগঞ্জ জেলা থেকে ১৭ জন বেদে সম্প্রদায়ের পুরুষ, মহিলা ও শিশু পিরোজপুরে কর্মস্থলে যাচ্ছিলাম। উজিরপুরে এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে পুকুরে পড়ে। এতে তুফানী ও রাজিয়া নিহত হন।’
দুর্ঘটনার বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুস সালাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’