গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়ে পরে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে বিকল্প রুটে চলছে যোগাযোগ।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতি কম থাকায় সাথে সাথে ট্রেনটি থামিয়ে দেয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর থেকে মোহনগঞ্জগামী ট্রেনটি কিছু দূর অতিক্রম করার পর হঠাৎ বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়। টঙ্গী থেকে উদ্ধারকর্মীরা এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।



