মুন্সীগঞ্জে চিকিৎসকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি

মুন্সীগঞ্জে জখমী সনদ ও ময়নাতদন্ত রিপোর্টে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে চিকিৎসকদের ১৩ দফা নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দি পিস সাব্বির মাহমুদ চৌধুরী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে চিকিৎসকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি
মুন্সীগঞ্জে চিকিৎসকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে জখমী সনদ ও ময়নাতদন্ত রিপোর্টে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে চিকিৎসকদের ১৩ দফা নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দি পিস সাব্বির মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতের নাজির মো: আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, জখমী সনদ অবশ্যই ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার অনুযায়ী, কম্পিউটারে টাইপ করে ইস্যু করতে হবে। তিন সদস্যের মেডিক্যাল বোর্ডে আবাসিক, ইমার্জেন্সি এবং জখমীকে চিকিৎসা দেয়া ডাক্তার থাকতে হবে। বোর্ড সদস্যদের স্বাক্ষর, আইডি, পদবী, সীল, মোবাইল নম্বর ও তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সনদে আঘাতের সঠিক বর্ণনা, বানান শুদ্ধতা, এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাফি, ডিসচার্জ সার্টিফিকেট ও অন্যান্য চিকিৎসা রিপোর্ট সংযুক্ত করতে হবে। গুরুতর জখম থাকা সত্ত্বেও সাধারণ সনদ দেওয়া বা ইচ্ছাকৃত ভুলি আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ধর্ষণ ও বিশেষ গুরুতর অপরাধের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা ও রিপোর্ট নিশ্চিত করতে হবে।

নাজির মো: আবু হানিফ জানান, সঠিক স্বাস্থ্যগত সনদ প্রদান নিশ্চিত করা না হলে আইন আদালতে ব্যহত হবে এবং বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। তাই ন্যায় বিচারের স্বার্থে এই ১৩ দফা প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।