ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (প্রায় ৫০) মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, গত ১২ ডিসেম্বর শহরের রেলগেট সংলগ্ন উপজেলা রোডের জাকারিয়া পিন্টু এন্টারপ্রাইজের সামনের সড়ক থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহত ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়। পিবিআই ঘটনাস্থলে এসে প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করে। বর্তমানে নিহতের লাশ ঈশ্বরদী থানার শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে পাবনা পিবিআইয়ের ইন্সপেক্টর রুহুল আমিন জানান, নিহত ব্যক্তির আঙুলের ছাপ তিনবার সংগ্রহ করে যাচাই করা হলেও কোনোবারই মিল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার তথ্য নথিভুক্ত নেই। এরপরেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে পরিচয় শনাক্তের কার্যক্রম অব্যাহত রয়েছে।



