লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ১০টি দোকানের মধ্যে আটটি সম্পূর্ণ পড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকান ছিল।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। আটটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।