সিসিটিভি ফুটেজে শনাক্ত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড : আরেক আসামি গ্রেফতার

আসামি শাহজালাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম বলেছে তাদের মধ্যে এই আরমান অন্যতম।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
আরমান
আরমান |নয়া দিগন্ত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আরমানকেও অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো: রবিউল হাসান।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে অংশ নেয়া নীল রঙের শার্ট পরিহিত যাকে দেখা গেছে সে এই আরমান। র‌্যাব তাকে থানায় হস্তান্তরের জন্য রিকুইজিশন চেয়ে বার্তা দিয়েছে এবং ইতোমধ্যেই সেটি র‌্যাবে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আসামি শাহজালাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম বলেছে তাদের মধ্যে এই আরমান অন্যতম। শাহজালালের জবানবন্দির পরই তাকে গ্রেফতার করলো র‌্যাব।

এনিয়ে সাংবাদিক তুহিন হত্যা মামলায় মোট নয়জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে তিনজনকে র‌্যাব এবং ছয়জনকে বাসন থানা ও জিএমপি গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ‘হানি ট্র্যাপ’ (যৌন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে ছিনতাই) ঘটনার দৃশ্য মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো: সেলিম বাসন থানায় মামলা দায়ের করেন।