চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া। এ সময় তিনি হেঁটে হেঁটে মানুষের দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। এছাড়া সেসময় সাধারণ জনতাকে তার জন্য দোয়া করতে দেখা যায়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।
জানা যায়, দিনের শুরুতে চরভৈরবীর সাবু মাস্টারের মোড় থেকে গণসংযোগ শুরু করে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন জামায়াতের এ প্রার্থী।
পথসভায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ‘মানুষের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের স্বপ্ন পূরণে আমরা কাজ করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। হাইমচরে মেঘনা নদীর পাড়ে রিভার ভিউ নির্মাণ করে জনগণের চলাচলের সুযোগ সৃষ্টি, লঞ্চঘাটে পল্টুন স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রয়েছে। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাজ সফল করার আহ্বান রইলো।’
গণসংযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা জামায়াতের সাবকে আমির মাওলানা আবদুল হক, উপজেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন বাহার, সহকারী সেক্রেটারি মো: সাইফুর রহমান আশরাফী, ইউনিয়ন আমির হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি আহমদ আলী, সহকারী সেক্রেটারি মুসলিম উদ্দিন, দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



