ঢাকার দোহারে ফারুক আহমেদ (৪৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) রাতে দোহার উপজেলা প্রেসক্লাবের পেছনের সড়কে ঘটনাটি ঘটেছে। তাকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ফারুক দোহারের দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকার মরহুম আলী হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ফারুক উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তার নিজ বাড়ি দক্ষিণ জয়পাড়া যাওয়ার পথে দোহার প্রেসক্লাবের সামনে পৌঁছালে অতর্কিতে তিন থেকে চারজন ব্যক্তি তাকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে। এ সময় ফারুক চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।
দোহার উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা: শিউলি আক্তার জানান, তার ডান পায়ের সামনের দিকে ধারালো অস্ত্রের অন্তত পাঁচটি জখম রয়েছে।
ফারুকের ওপর হামলা করার বিষয়ে কিছুই জানাতে পারেনি তার পরিবার।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি ধারালো ছোঁড়া উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।