বাংলাদেশের মাটি বিভাজন চেনে না, সবই বাঙালির যৌথ সম্পদ : আকন কুদ্দুস

সোমবার রাতে দুর্গাপূজার সপ্তমী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী রাধা গোবিন্দ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
বক্তব্য রাখেন অধ্যাপক আকন কুদ্দুস
বক্তব্য রাখেন অধ্যাপক আকন কুদ্দুস |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, ‘এ মাটিতে সবার রক্ত ও সবার অশ্রু মিশে আছে। বাংলাদেশের মাটি বিভাজন চেনে না, সবই বাঙালির যৌথ সম্পদ।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুর্গাপূজার সপ্তমী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী রাধা গোবিন্দ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আকন কুদ্দুস বলেন, ‘যে উৎসব মানুষের হৃদয়কে কাছে টানে তা আর কোনোভাবেই রাজনীতির হাতিয়ার হয়ে উঠতে পারবে না। বিগত সরকারের বিভাজন ও ভয় ছড়ানোর নীতি মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় এলে বাংলার আকাশ যেমন সবার, তেমনি মসজিদ-মন্দিরও সবার। এসবের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘সম্প্রীতি আমাদের শুধু ঐতিহ্য নয় বরং এটি আমাদের অস্তিত্ব। যারা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় তারা জাতির শত্রু। বাংলাদেশে কোনো মানুষ সংখ্যালঘু নয় এ দেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার।’

সভায় টরকী রাধা গোবিন্দ মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এস এম মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী সরোয়ার, গৌরনদী উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বেবি, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির সরকার, বিমল কুন্ডু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল মাঝি, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান মিটু তালুকদার, এম এ গফুর, সাবেক সভাপতি মাহফুজ মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হোসেন রিয়াজ প্রমুখ।